ডেমরায় যুবলীগ নেতা নাসির উদ্দিনের উপর দুর্ধর্ষ হামলা
রাজধানীর ডেমরার ৬৬ নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার রাত আটটার দিকে ডেমরা থানাধীন পশ্চিম সানারপার চৌরাস্তায় ভুক্তভোগী নাসিরের দোকানে প্রবেশ করে হামলা চালানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, হামলাকারী তথা বিবাদী ১. রাসেল (৩৩) ২. মোঃ প্রান্ত (২৬) পিতা নূর আলম ৩. সিমান্ত (২৩) পিতা নূর আলম ৪. আশিক (২৪) পিতা তাজুল ইসলাম ৫. আদর, পিতা হাফিজ উদ্দিন ৭. জামিল, পিতা আজিজসহ অজ্ঞাত আরো অনেকে সানারপাড়ের স্থানীয়।
মামলা সূত্রে আরো জানা যায়, ২০-২৫ জন মিলে নাসিরের দোকানে ঢুকে নাসিরকে এলোপাতারি কিল ঘুশি মেরে জখম করে হামলাকারীরা। পরে দোকানের মালামাল লুট করে তারা। এ সময় নাসিরের চিতকারে তার বড় ভাই এগিয়ে আসলে হামলাকারীরা দোকানের ক্যাশ থেকে নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি মোবাইল নিয়ে যায়।
পরবর্তিতে স্থানীয় লোকজন নাসির ও তার বড় ভাই লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায় । প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ১৩ নভেম্বর ডেমরা থানায় একটি মামলা করে, যার ধারা ১৪৬/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড ।
এ বিষয়ে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, অতিদ্রুত ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।