ন্যাশনাল পিপলস্ পার্টি ও গনতন্ত্র বিকাশ মঞ্চের সাংবাদ সম্মেলন ।
২০ নভেম্বর সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহিরুল হক হল রুমে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।
পার্টির চেয়ারম্যান জাতীয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেওয়ার ঘোষনার পাশাপাশি সতেরো দলিয় জোট নিয়ে গনতন্ত্র বিকাশ মঞ্চের মাধ্যমে প্রয়োজনে একক ভাবে নির্বাচন করার বক্তব্য পেশ করেন । দেশের গনতন্ত্র সু-সংহত রাখার জন্য এবং গনতন্ত্র পূনরুদ্ধারের জন্য এই নির্বাচনে অংশ গ্রহন করতে সম্মত হয়েছে । জনগনকে সাথে নিয়ে “আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব” এই প্রক্রিয়া চালু করাই এক মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ।
আগামিকাল থেকে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর মনোনয়ন ফরম বিতরন করা হবে পার্টির কেন্দ্রিয় কার্যালয় ৩১/১ শরিফ কমপ্লেক্স থেকে । সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত এই মনোনয়ন ফরম বিক্রি করা হবে । প্রতি মনোনয়ন ফরম এর শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা । এ সময় এনপিপি ও সতেরো দলিয় জোটের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।