ডেমরা মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
আজ ২৩ শে নভেম্বর যাত্রাবাড়ী হতে ডেমরা গামী মহাসড়কে সকাল আনুমানিক ৯:৩০ মি: মিনিটে ডেমরা-গুলিস্হান পরিবহন মালিক সমিতির একটি বাস নাম্বর ( ঢাকা মেট্রো ব. ১৪-৭৬৬৭ ) সাথে সুস্মিতা পরিবহন নামক একটি লেগুনা ( নম্বর ঢাকা মেট্রো ছ. ১১-৩৪৮৭) মুখোমুখি সংঘর্ষে লেগুনাতে বসে থাকা থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যায় অন্য ২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
মৃতদের মধ্যে দুজন নারী একজন পুরুষ তবে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি, এ বিষয়ে ডেমরা থানা অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি জানান আমরা নিয়মিত অবরোধের ডিউটি পালনে টহলরত ছিলাম সকাল ৯:৩০ মি: দূর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনা কবলিত স্থানে গিয়ে দেখি একটি বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষ হয়ে লেগুনার সকল যাত্রী গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে আমায় আমি এবং আমার সঙ্গীয় ফোর্স দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি, পরিবহনের ড্রাইভার এবং হেল্পার কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।