শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ :
Wellcome to our website...

সাংবাদিক জহির সিকদারকে হত্যার চেষ্টা মামলার আসামি মোখলেছ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৫৫৩ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক জহির আলম সিকদারকে হত্যার চেষ্টা মামলায় প্রধান আসামি মোঃ মোখলেছ কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ডিসেম্বর) রাতে ফতুল্লা থানাধীন তক্কারমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৩০ নভেম্বর তক্কারমাঠ এলাকায় সাংবাদিক জহির আলম সিকদারকে গতিরোধ করে অতর্কিত হামলা চালায় মোকলেছ ও সহযোগী ৩/৪
জন মিলে রড ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনার দিন রাতেই জহির আলম সিকদার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব তদন্ত সাপেক্ষে অভিযোগটি মামলায় রূপান্তর করেন। যাহার মামলা নং ১০/২৩।

এ বিষয়ে জহির আলম সিকদার জানান, আমার উপর হামলাকারী মোখলেছ গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তদন্তকারী কর্মকর্তা (এসআই) সজিব জানান, সাংবাদিকের ওপর হামলা ঘটনায় মোখলেছ নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর