সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ :
Wellcome to our website...

নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি / ৫৪৮ Time View
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার রাত ১২ টা ১ মিনিটে নগরকান্দা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা শুরু হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮ :৩০ মিনিটে উপজেলা পরিষদ থেকে উপজেলা চত্বরের প্রধান সড়ক পর্যন্ত বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে শহীদমিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,
আ‘লীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, পল্লী বিদ্যুৎ, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা ইউএনও কাফী বিন কবির, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, ওসি আমিনুর রহমান,
সকাল ৯টায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করা হয়। বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকাল ৪ টায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির খেলার মাঠে বীরমুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা প্রশসন একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৫:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর