কলকাতার মেনোকা সিনেমা হলে…. শুভ মুক্তি পেল, শাহারুকের… ডাংকি ।
আজ একুশে ডিসেম্বর বৃহস্পতিবার , সকাল ১০ টা থেকে সিনেমা হল তোলপাড়, শাহারুক ফ্যানেদের , শাহারুকের বই মানে একটা আলাদা উন্মাদনা দেখা যায় সিনেমা হলে, শাহারুক ফ্যানেরা প্রতিবারের ন্যায় ,এবারও ঘোড়ার গাড়িতে শাহারুকের ছবি নিয়ে প্রসেশন করে সিনেমা হলের সামনে আসে, এরপর শাহরুখের ছবিতে মালা পরিয়ে, পুরোহিত দিয়ে পুজো করিয়ে , দুধ দিয়ে স্নান করানো এবং ডাব ফাটিয়ে শান্তির বাণী ছড়ান, শুধু তাই নয়, শাহারুকের একটি কেক কেটে শুভ জন্মদিন পালন করলেন। তার সাথে সাথে চলে নাচ গান শাহরুখের ড্যামি অভিনয় এবং রংবেরঙের আবির নিয়ে উল্লাস,
আগের বারো ঠিক এইভাবে উল্লাসে ফেটে পড়েছিল সারা কলকাতা সিনেমা হল গুলি জবানে, আর আজও সবার মুখে একটা কথাই শাহারুখ শাহারুখ, কিংরাজ শাহারুখ,
সকাল থেকেই সিনেমা হলে টিকিটের জন্য লাইন পড়ে যায়, বেশ কয়েকটি হলে , তেমনি মেনোকা হলেও লাইনে দাঁড়িয়ে সিনেমা প্রেমীরা ,কখন শুরু হবে , কিন্তু অনেকেই প্রথম শোয়ে টিকিট পাননি। তারা অপেক্ষা করেন দ্বিতীয় শোতে টিকিট পাওয়ার জন্য। তারা বলেন আজ আমরা এই বইটা দেখে তবে বাড়ি ফিরব,
যারা হলে ভেতরে ঢুকেছেন এবং সিনেমাটা দেখছেন, ভেতরে একইভাবে উল্লাস, মুহূর্তে মুহূর্তে একটাই নাম কিংরাজ শাহারুক, সিনেমা প্রেমী ও শাহরুক প্রেমী, এবং শাহারুকের ফ্যানরা, সারা হলের ভিতর শেষ পর্যন্ত উল্লাস করলেন ও নৃত্য করলেন।
তবে দর্শকদের কাছে জানা গেল, বইটা একবার দেখে সম্পূর্ণ বোঝা যাবে না ,তাকে বারবার দেখতে হবে , তবেই হৃদয়ে ধাক্কা খাবে এবং তার মানে বুঝতে পারবেন। অসাধারণ বইয়ের কাহিনী যা দর্শকদের চোখে জল আনিয়ে দিয়েছে। আর শাহারুক নিয়ে কোন কথাই হবে না, এবং পরিচালককে সিনেমা প্রেমীরা অশেষ ধন্যবাদ জানালেন, সবার রাজা, শাহারুকের অসাধারণ তার অভিনয়। প্রতিমুহূর্তকে আলোড়ন সৃষ্টি করেছে ,আজও প্রতিটি সিনেমা মনে দাগ কেটেছে। কলকাতায় মেনোকা হল ছাড়াও, আরো বেশ কয়েকটি হলে একই সাথে শুরু হল শাহারুক অভিনীত এই ডাংকি।