দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী মনোহরদীতে নৌকা মার্কা মিছিলে জোয়ার উঠেছে।
আজ বৃহস্পতিবার (২১ শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাধারণ জনগণের মনোনীত ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ভাইয়ের গণমিছিলের জোয়ার উঠেছে।গণমিছিলটি মনোহরদী পৌরসভার থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে শেষ হয়।এসময় গণমিছিলে উপস্থিত ছিলেন নৌকার মার্কার মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ভাই,আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.ফজলুল হক,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রীয়াশিষ রায়,মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ (সুজন)এবং মনোহরদী পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ অংশ নেন এবং আওয়ামীলীগের দলীয় নেতা,কর্মী সমর্থক ও ভক্তবৃন্দের জনসমুদ্রে পরিণত হয়েছে।মনোহরদী- বেলাব এলাকাবাসী ও সাধারণ মানুষ মনে করেন এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ভাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও এমপি নির্বাচিত হলে মনোহরদী – বেলাবরের ব্যাপক উন্নয়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারার অসমাপ্ত কাজকে সমাপ্ত করিয়ে জনগণের মনকে জয় করে নিবেন বলে আশা করা যায়।