আগামীকাল বিগ্ৰেড মাঠে গীতা পাঠের আয়োজন, তাই চলছে কাজ শেষ করার তোরজোর,।
আজ ২৩ শে ডিসেম্বর শনিবার, সকাল থেকেই চলছে বিগ্ৰেড মাঠে তোড়জোড় এবং কাজ শেষ করার পালা, সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে গীটা পাঠের আসর ,তার মধ্যে আজ দূর দূরান্ত থেকে আসছে ভক্তরা,
আগামীকাল ২৪ শে ডিসেম্বর রবিবার সকাল আটটায় বিগ্ৰেড মাঠ ভরে উঠবে ভক্তদের ভিড়ে, তাই চলছে একদিকে নিরাপত্তার চাবিকাঠি, অন্যদিকে দলের বিভিন্ন নেতা মন্ত্রী পরিদর্শনে, দিলীপ ঘোষ থেকে শঙ্কু পান্ডা পর্যন্ত পরিদর্শনে আসছেন, তদারকি করছেন এবং ঘুরে ঘুরে পরিদর্শন করছেন, এছাড়া অন্যান্যরা এসে পরিদর্শন করছেন,।
চলছে বিভিন্ন ভক্তদের গীতা পাঠ নাম গান, ডেকোরেটর ও ইলেকট্রিক সিয়ানদের দম ফেলার সময় নাই কিভাবে কাজ শেষ করবেন আজ এইটুকু সময়ের মধ্যে তাড়ি চলছে তোর জোর, এবং মাঠের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন ভিআইপি থেকে ভক্ত ভক্ত থেকে সাধারণ মানুষ যাতে কোনরকম অঘটন বা দুর্ঘটনা না ঘটে তাহার জন্য বাঁশ দিয়ে নির্দিষ্ট ভাবে প্রত্যেকর বসার জায়গা করে দিচ্ছেন,
মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপির সংকটের তত্ত্বাবধানে এই গীতা পাঠের আয়োজন, আজ দেশের সংবিধান সংকটে, ধর্মীয় মেরুকরণের ফলে দেশের ঐক্য সংহতি বিনষ্ট হওয়ার পথে ,তাই এই গীতা পাঠের মধ্য দিয়ে শান্তির বাণী ফিরিয়ে আনতে চান। আগামীকাল উপস্থিত হবেন বিজেপি নেতৃত্বে বিভিন্ন মন্ত্রী বিধায়ক ও সংসদ। এবং বিশিষ্ট গুরুজিরাও। এবারের এই সভা কড়া বেষ্টনীর মধ্য দিয়ে এবং ঘেরা টোপকার মধ্যে আবদ্ধ করেছেন । মঞ্চের চতুর্দিক কাপড় ও বাঁশ দিয়ে মুড়ে ফেলেছেন ।