নরসিংদী জেলা প্রশাসকের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে,জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।এ বৃত্তি পরীক্ষায় নরসিংদী জেলার ২৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,২৮৭ জন মেধাবী পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।নরসিংদী জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষাটি শুরু হয় বেলা ১০.০০ ঘটিকায়।এই বৃত্তি পরীক্ষার সময় ছিল ১ ঘন্টা ৩০ মিনিট।পরীক্ষাটি শেষ হয় বেলা ১১.৩০ ঘটিকায়।এ সময় নরসিংদী সদরের ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,নিয়মিত প্রাতিষ্ঠানিক কারিকুলামের পাশাপাশি এ বৃত্তি পরীক্ষাটি নরসিংদীর শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার অধিক আগ্রহ সৃষ্টিতে করবে আমি মনে করি এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরির ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’।এ পরীক্ষাটিকে কেন্দ্র করে নরসিংদীর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব মুখর পরিবেশ দেখা যায়।