রায়পুরা মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে নৌকা বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আবারও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে নৌকার মনোনিত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবীদ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক সফল মন্ত্রী ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপিকে ৭ম বারের মতো বিজয়ী করার লক্ষ্যে মির্জাপুর ইউনিয়ন
আওয়ামী লীগের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঠাকুর বাড়ি মোরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সভাপতিত্বে মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোমেনুল ইসলাম মোমেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি।
উঠান বৈঠক উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া,
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ডাঃআসাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বিশিষ্ট রাজনীতিবিদ বাবুল মিয়া,মির্জাপুর ইউনিয়ন আ.লীগ ৭নং ওয়ার্ড আউল মিয়া,আ.যুবলীগ সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুন্না ভেন্ডার, মির্জাপুর ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি
আব্দুস সালেক,ইউপি সদস্য ফরিদ মেম্বার,ইউপি সদস্য শামসুল ইসলাম কিরণমালা,ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ,সহসভাপতিদেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান রাব্বি,শাকিল আহমেদ শুভ, জুয়েল মিয়া,সহ আওয়ামী লীগ, যুবলীগ,মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।