ঢাকা-৫ নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা কী ঘুমুচ্ছেন?
আচরন বিধী লঙ্ঘনের অভিযোগ ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ এ নির্বাচনী এলাকায় ক্ষমতাশীল দলের নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্নার বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ।
সূত্র থেকে জানায়, ঢাকা-৫ নির্বাচনী এলাকায় ১৪ টি ওয়ার্ড নিয়ে গঠিত এ ক্ষেত্রে প্রতিজন প্রার্থীর ১৪ টি ওয়ার্ডে ১৪ টি নির্বাচনি ক্যাম্প থাকা সত্তেও এ নিয়ম মানাছে না কোনো প্রার্থী । নির্বাচন আচরন বিধী লঙ্ঘন করছেন নৌকা প্রতিকের প্রার্থী, অনুসন্ধানে জানা যায় ১৪ টি ওয়ার্ডে প্রায় ৮০ টির মতো নির্বাচন ক্যাম্প রয়েছে তার শুধু তাই নয় ভোটারদের ভয় ভীতি প্রদর্শন সহ ভোটারদের প্রলুব্ধ করার জন্য খিচুরি বিতরণ সহ নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে এ ক্ষেত্রে, নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা কুম্ভকর্নের ঘুমে আচ্ছন্ন, তা না হলে প্রতিটি ওয়ার্ডে আচরন বিধী লঙ্ঘনের অভিযোগের পরও কোনো কার্যকারি পদক্ষেপ নিচ্ছেন না । সূত্র জানায়, মসজিদ মাদ্রাসা ও আবাসিক এলাকার সামনে যত্র তত্র দোকান ভাড়া নিয়ে সাউন্ড বক্স লাগিয়ে নৌকা প্রতিকের সমর্থকরা বিকট শব্দে নির্বাচনী গান বাজাচ্ছেন এ যেন দেখার কেউ নেই, ক্ষমতাশীল দলের প্রার্থী বিধায় এলাকার সাধারণ জনগণ মুখ ফুটে কিছু বলেন না । এ বেপারে সি ই সি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল ।