নরসিংদী মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুুষ্ঠিত হয়েছে।
নরসিংদী মনোহরদীতে বিনামূল্যে সরকারী বই বিতরণ উৎসবের অংশ হিসেবে নতুন বছরের ১ম দিন আজ(১ লা জানুয়ারী ২০২৪ খ্রি)রোজঃসোমবার মনোহরদী সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মনোহরদী সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুজতবা জুয়েল এর সভাপতিত্বে,সকালঃ১০.০০ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুুষ্ঠিত হয়েছে।উক্ত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা,জনাব হাছিবা খান।তিনি প্রধান অতিথি হিসাবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,জনাব শহীদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, জনাব সোহরাব হোসেন ভূঁইয়া,উপজেলা একাডেমিক সুপার ভাইজার, জনাব মোঃজলিল মিয়া।