রূপগঞ্জে কয়েক হাজার নেতাকর্মীর সমাগমে নৌকার পক্ষে যুবলীগের গণসংযোগ ও মিছিল
নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর পক্ষে যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী মিছিল, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সোমবার বিকেলে যুবলীগ নেতা কামাল হোসেনের নেত্বত্বে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বলাইখা, সাওঘাটসহ বিভিন্ন এলাকায় মিছিল, গণসংযোগ ও নির্বচনী প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,
এসময় কামাল হোসেন বলেন, রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর কোন বিকল্প নেই। গত ১৫ বছরে রূপগঞ্জ উপজেলায় গোলাম দস্তগীর সাহেব যে উন্নয়ন করেছে তা অকল্পনীয়। ঢাকার খুব কাছে হওয়ার পরও রূপগঞ্জ উপজেলা একসময় অবহেলিত ছিল। গাজী সাহেব এমপি হওয়ার পর রূপগঞ্জকে পাল্টে দিয়েছেন। রূপগঞ্জের রাস্তাঘাট, স্কুল কলেজ, ভুলতা ফ্লাইওভার, রূপগঞ্জ-কাঞ্চন সড়ক, শীতলক্ষ্যা নদীতে গাজী সেতুসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। এতো উন্নয়নের কারণে ভোটাররা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কে ভোট দিবেন। আমি ভোটারদের বলতে চাই আস্থা রাখুন গাজীতে। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের সিংহভাগ নেতাকর্মী গোলাম দস্তগীর পক্ষে রয়েছে।###
তাং ০২/০১/২০২৪ ইং