রূপগঞ্জে বরপা ৬ নং ওয়ার্ড এর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
নারায়ণগঞ্জ এর রূপগঞ্জে ৬ নং ওয়ার্ডের নৌকা মার্কার সমর্থনে ও জনসাধারণের নির্বাচনী প্রচারণার সুবিধার্থে একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতিক)এর আস্থাভাজন কামরুজ্জামান হীরা,
আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আওয়ামলীগের অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে সকল এলাকাবাসী ও আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী মিলে নৌকাকে আবার জয়যুক্ত করতে হবে। এ এ মর্মে সবার সুবিধার্থে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেন। এ সময় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান হীরা বলেন নৌকা আমাদের দেশের উন্নয়নের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে, তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার। এ সময় আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আয়েছ আলী ভূঁইয়া, তিনি বলেন আমাদের এলাকায় গোলাম দস্তগীর গাজীর জন্য অনেক উন্নতি সাধন হয়েছে তাই আমরা আবার ভোটের মাধ্যমে নৌকাকে জয়ী করতে চাই, ৭ই জানুয়ারী সবাই নৌকা মার্কায় ভোট দিন। আরো উপস্থিত ছিলেন,মোঃ রবিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি তারাব পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রলীগ,
মোঃ রাহাত ভূঁইয়া, ছাত্রলীগ নেতা তারাব পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ।