মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ :
Wellcome to our website...

রূপগঞ্জে নৌকার জনসভায় লাখো জনতার ঢল

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি / ২৮০ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্বাচনী জনসভায় লাখো জনতার ঢল নেমে এসেছে। গতকাল ৩ জানুয়ারি বুধবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা আনন্দ উল্লাসে ঢাকঢোল বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নেন । আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন প্রমূখ।
সভায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আজকে এ জনসভা জন সমুদ্রে পরিণত হয়েছে। আর এতেই বুঝা যায় রূপগঞ্জের মানুষ আবারও নৌকাকে ক্ষমতায় দেখতে চায়। নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা। নৌকা উন্নয়নের মার্কা। আপনারা কেউ ভূমিদস্যুদের বানানো পুতুল এমপি প্রার্থীকে এমপি বানাবেন না। পুতুল এমপি নির্বাচিত হলে ভূমি দস্যুরা আপনাদের ভিটা মাটিও রাখবে না। সব কিছু বালু ভরাট করে দখলে নিবে। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে রূপগঞ্জের উন্নয়ন করার পুনরায় সুযোগ করে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর