দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল নির্বাচিত।
ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরনের অপ্রিতিকর ঘটনা, সহিংসতা, হট্টগোল ছাড়াই নির্বিঘ্নে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়,এবং ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের মৌলিক অধিকার প্রয়োগ করেন।
ফলাফল ঘোষণায় ঠাকুরগাঁওয়ে তিনটি আসনের মধ্যে দুইটি আসনে নৌকা ও একটিতে লাঙ্গনের প্রার্থী বিজয়ী হয়েছে। রোববার রাতে জেলা রিটার্নিং অফিসার মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচিতরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন ২০৫৩১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজি পেয়েছেন ১৩৯৪০ ভোট।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ১১৫৪১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭২৪৫ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন ১০৬৭১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র পেয়েছেন ৬৪৮২১ ভোট৷
উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় মোট জনসংখ্যা ১৫,৩৩,২৭৬। এর মধ্যে পুরুষের সংখ্যা ৭,৬৮,৮০০, নারীর সংখ্যা ৭,৬৪,৮০৯ এবং হিজড়ার সংখ্যা ৬৭। ০৩টি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন। তিনটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭টি। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে- ১৮৫টি, ঠাকুরগাঁও-২ আসনে- ১০৪ টি ও ঠাকুরগাঁও-৩ আসনে- ১২৮ টি।