নরসিংদী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭জানুয়ারি- ২০২৪খ্রি.)নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের নভেম্বর -ডিসেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তীতে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় নরসিংদী জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল,বিরোধ নিষ্পত্তি,বি-রোল ইস্যু,নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এর কার্যক্রম, মাদক উদ্ধার, ডিএসবির কার্যক্রম,ট্রাফিক কার্যক্রমসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
নরসিংদী জেলা পুলিশ সুপারের বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)জনাব এস. এ. এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল জনাব কে,এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহউদ্দিন,সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল জনাব আফসান-আল- আলম,সহকারী পুলিশ সুপার, পুলিশ লাইন্স জনাব তোয়াহা ইয়াসীন হোসেন,জেলাস্থ অন্যান্য পুলিশ ইউনিট (সিআইডি,পিবিআই,হাইওয়ে পুলিশ,রেলওয়ে পুলিশ,শিল্প পুলিশ,টুরিস্ট পুলিশ)এর প্রতিনিধিগণ-সহ কোট পুলিশ পরিদর্শক,ডিআইও (১),ওসি ডিবি,সকল থানার অফিসার ইনচার্জ-গণ উপস্থিত ছিলেন।