দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মহোদয়।
গত কয়েকদিন ধরে সারাদেশের মত রাঙ্গামাটি পার্বত্য জেলায়ও শৈত্যপ্রবাহসহ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আজ (শনিবার) সকালে কোতোয়ালী থানা প্রাঙ্গনে রাঙ্গামাটির প্রান্তিক পর্যায়ের দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন বিগত এক সপ্তাহ ধরে সারাদেশের মত রাঙ্গামাটি পার্বত্য জেলায়ও মৃদু শৈত্যপ্রবাহ সহ শীতের তীব্রতা বেড়েছে। এই তীব্র শীতে দুঃস্থ ও শীতার্ত মানুষদের একটি গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় তিনি রাঙ্গামাটির বিত্তবানদের এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জাহেদুল ইসলাম সহ জেলা পুলিশের, আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জনাব মোঃ আলী হোসেন,আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।