নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১ টি পিকাপভ্যান, ২ টি চোরাই গরু ও ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৮ জন
নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ২টি চোরাই গরু,১টি পিকাপভ্যান এবং ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।এর পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।নরসিংদী জেলা গোয়েন্দা শাখা পরিচালিত পৃথক পৃথক বিশেষ অভিযানে ২টি চোরাই গরু,১টি পিকাপভ্যান এবং ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক ভোর ৬.৩৫ ঘটিকায় বেলাব থানাধীন বারৈচা এলাকা থেকে ২টি চোরাই গরু,১টি পিকাপভ্যান উদ্ধারসহ জাকির হোসেন (৫২),মোঃ বারেক (৫৭),মিলন মিয়া (৫৫),মোঃ শরিফ (২২), আসাদ খা (৬০)নামের ০৫ জনকে গ্রেফতার করা হয় এবং গোয়েন্দা শাখা কতৃক গত রাত ২১.৩০ ঘটিকায় পলাশ থানাধীন গড়পাড়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ইমরান বসু (৩১)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত অভিযানে গত রাত ২২.৩০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন পটিয়া বাজার এলাকা থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুলাল (৩০)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ও মাধবদী থানাধীন মেহেরপাড়া এলাকা থেকে গত রাত ২১.৫৫ ঘটিকায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ হৃদয় মিয়া (২৪) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৩৬ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।