বাঘায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারি,উভয় পক্ষের আহত ৬ জন
রাজশাহীর বাঘায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বলিহার পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বলিহার পশ্চিম পাড়া গ্রামের নিরেন্দ্রনাথ সরকারের নিজ নামিয় দখলকৃত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে জোরপূর্বক রাস্তা দখলের চেষ্টা করে তার আপন ভাই ধীরেন্দ্রনাথ সহ আরও ৬ জন।
এর-ই জের ধরে বৃহস্পতিবার সকালে ধীরেন্দ্রনাথের পক্ষের লোকজন নিরেন্দ্রনাথের পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে গুরুত্বর আহত হয় নিরেন্দ্রনাথ, সন্তোষ, লালন সরকার এবং অপর পক্ষের আহত হয়েছে স্বারথি রাণী ও শীবনাথ। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর মধ্যে সন্তোষের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালে প্রেরন করেন। তবে এ ঘটনায় উভয় পক্ষই বাঘা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে ছিলাম। এ ঘটনায় উভয় পক্ষের ২টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।