জামালপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
সমগ্র দেশব্যাপী বিএনপি -জামাত -জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজগতার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার উদ্যোগে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি মঙ্গলবার বিকালে স্থানীয় শহরের বকুল তলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এ শান্তি শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগ জামালপুর পৌর শাখা।
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার সভাপতি মোঃ মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় শান্তি শোভাযাত্রা সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় জেলা, শহর ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।