পোরশায় বিজ্ঞান মেলা কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপন (৪৫ তম বিজ্ঞান মেলা) এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডে ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গতকাল মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৪ বিকাল ৪ টা ৩০ মিনিট পোরশা উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম এর সভাপতিিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন বিজ্ঞানের এই উত্তরোত্তর উন্নতির ফলে বাংলাদেশ প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের সুবিধা আমরা পাচ্ছি শিক্ষা খাতে ভর্তি রেজিস্ট্রেশন ফলাফল এবং ভূমিতে দ্রুত অনলাইনে বাড়িতে বসে বর্ষা ভূমি ট্যাক্স প্রদান করতে পারছি।
এসব বিজ্ঞান এবং ডিজিটাল বাংলাদেশ ঘোষণার অবদান। আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার উদ্যোগে যা সম্ভব হয়েছে।
বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার।
এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কনক রায় সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাত্রছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।
এ মান্নান