খানপুর জে.পি স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায়
রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামে অবস্থিত খানপুর ঝড়ু প্রামানিক (জে.পি) উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময়ে বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, আব্দুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আনিসুর রহমান, গড়গড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাসদের জেলা সদস্য ও সাবেক এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার নুরুল ইসলাম, খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব জালাল বিএসসি, সরেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাজদার রহমান ও ইদ্রিস আলী সঞ্চালিত অনুষ্ঠানে
বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও স্কুলের বিদায়ী শিক্ষার্থীরা।