নরসিংদী জেলা পুলিশের অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৪ জন
নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ০৪জন এর পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক পৃথক পৃথক অভিযানে নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব এলাকা থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ আল আমিন (৩২) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া ও গোয়েন্দা শাখা কর্তৃক নরসিংদী মডেল থানাধীন কালাই গোবিন্দপুর এলাকা থেকে ০১ কেজি গাঁজা উদ্ধারসহ বাবুল (৪০) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।অপর একটি অভিযানে গোয়েন্দা শাখা কতৃক শিবপুর মডেল থানাধীন যোশর ইউপির এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ রাসেল মিয়া (৩০) নামের ০১ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা।এছাড়াও রায়পুরা থানা আজ সন্ধ্যা ১৯.৪৫ ঘটিকায় রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা থেকে ০২ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ বাবুল মিয়া (৪৫) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ১৬ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।