পোরশায় নতুন কেন্দ্রে মাদ্রাসার ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত
পোরশা উপজেলার পলাশবাড়ী চাঁচাইবাড়ি কামিল মাদ্রাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বেলা দুইটায় পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফাজিল প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের মোট ২৫২ জন পরীক্ষার্থী। মধ্যে আজ ১ম বর্ষ ও ৩য় বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিত পরীক্ষার্থীর মোট ১৬৫ জন। বিভিন্ন কারণে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ছেলে ৮১জন ও মেয়ে ৭০জন। মোট১৫১জন পরীক্ষার্থী ৫টি কক্ষে পরীক্ষা দেন। বারিন্দা শেখপাড়া ফাজিল মাদ্রাসার ৫৩জন, নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার ৩৮জন পলাশবাড়ী ও চাঁচাই বাড়ি কামিল মাদ্রাসার ৬৭জন পরীক্ষার্থী ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৭ টি শর্তে পোরশার পলাশবাড়ী চাঁচাইবাড়ি কামিল মাদ্রাসায় ৬১৬ নং কোডে এই ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয় বলে সূত্র জানায়।
পরীক্ষা চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম ও অধ্যাপক মোঃ জাহাঙ্গীর চৌধুরী।