ডেমরায় তিন ছিনতাইকারী হাতেনাতে গ্রেফতার
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার এস আই (নিঃ) অংকন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ডেমরা থানাধীন পূর্ব হাজীনগর ফাতেমা নীড়ের সামনে পাকা রাস্তার উপর হইতে ছিনতাইকারী ১। মোঃ বাপ্পারাজ বাপ্পী (২২), ২। মোঃ পারভেজ (২৮), ৩। রাশেদ আহাম্মদ (২২) এদেরকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকালে বর্নিত ছিনতাইকারীদের দখল হইতে বিভিন্ন ব্রান্ডের ০৬ (ছয়)টি মোবাইল ফোন, ০২টি চাকু, ০১টি ব্লেড, ০১টি জান্ডুবাম মলম, ৫০ গ্রাম মরিচের গুড়া উদ্ধার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্নিত আসামী সহ পলাতক ০১ জন আসামীর বিরুদ্ধে ডেমরা থানার মামলা নং-২৮, তাং-২১/০২/২০২৪ইং, ধারা- ৩৯৩ পেনাল কোড রুজু করা হইয়াছে। মামলার তদন্ত অব্যাহত আছে।
আসামীর নাম ঠিকানাঃ
১। মোঃ বাপ্পারাজ বাপ্পী (২২), পিতা-মৃত নুরুল আফসার, মাতা-সাজেদা বেগম, স্থায়ী সাং-মধ্যম
কোনাখালী, ছরাপাড়া, ৩নং ওয়ার্ড, মবিনের বাড়ী, পোঃ ডেমুসিয়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,
২। মোঃ পারভেজ (২৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন, মাতা-পারভীন আক্তার, স্থায়ী সাং-লম্বাখালী, সোলেমান মিয়ার বাড়ী, ইউনিয়ন-বদরখালী, ৫নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,
৩। রাশেদ আহাম্মদ (২২), পিতা-মৃত আক্তার আহমদ, মাতা-লুৎফা বেগম, স্থায়ী সাং-মধ্যম কোনাখালী, ছরাপাড়া ৩নং ওয়ার্ড, সুইচ গেটের ডান পাশে, আক্তারের বাড়ী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার