পোরশায় বসতবাড়ির জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক
নওগাঁর পোরশায় বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোরশেদা বেগম (৪৫) নামে এক নারী নিহিত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে । নিহত মোরশেদা বেগম পোরশা উপজেলার কালিনগর গ্রামের নুরুল হুদার স্ত্রী। ঘটনার সূত্রে জানা যায় সালাউদ্দিন বকুল ও নুর ইসলামের ছেলে নুরুল হুদার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা 10 ঘটিকার সময় বকুল তার লোকজন নিয়ে ওই বসতবাড়ির জায়গায় কাজ করছিল ।এ সময় নুরুল হুদার লোকজন দেখতে পেয়ে বকুল হোসেনকে কাজে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং সংঘর্ষ চলাকালে নুরুল হুদা ৫০ ও তার স্ত্রী মোরশেদা, দুই ছেলে ও এক মেয়ে আহত হয়। অপরদিকে বকুল সহ তাদের লোকজন কিছু আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান। পরে রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর দুইটাই মোরশেদা বেগম ৪৫ মারা যান। পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান জানান যে এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসামিদের ধরার প্রক্রিয়া চলতেছে।